• স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...
    আজকাল | ২১ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকাকে সরাতে ভাড়াটে খুনি নিয়োগ করেছিল সামরিক বাহিনীর কর্মী অরুণ প্যাটেল। অভিযুক্ত ওই কর্মীকে পাঞ্জাব থেকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। 

    গত নভেম্বর মাসে শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ভানুনগর এলাকার একটি বহুতলে পুষ্পা ছেত্রী নামে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়। মৃতা একাই থাকতেন। একটি পার্লারে কাজ করতেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পুষ্পা ছেত্রীর। ওই ব্যক্তি সুপারি কিলার নিয়োগ করে তাকে খুন করিয়েছে। অরুণ প্যাটেল নামে ওই ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীর এক কর্মী। 

    পুলিশ জানতে পারে, পুষ্পার সঙ্গে অরুণের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। যা অরুণের স্ত্রী জানতে পারে। এরপর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে স্ত্রীকে সঙ্গে নিয়েই পুস্পাকে খুনের ষড়যন্ত্র করে অরুণ। নিয়োগ করে দুই ভাড়াটে খুনিকে। চেন্নাই থেকে এরপর খুনিকে গ্রেপ্তারের পর গোটা বিষয়টি জানতে পারে পুলিশ। অরুণের স্ত্রীকে গ্রেপ্তারের পর অরুণের সন্ধান করলেও তাকে পায়নি পুলিশ। 

    অবশেষে পুলিশ জানতে পারে পাঞ্জাবে রয়েছে অরুণ। এরপর পাঞ্জাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, ৭ নভেম্বর খুন করার পর খুনি ৮ নভেম্বর ট্রেনে চেন্নাই পালিয়ে যায়। ৯ নভেম্বর পুষ্পার দেহ উদ্ধার হয়েছিল।
  • Link to this news (আজকাল)