• রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা
    আজকাল | ২১ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নভেম্বর পেরিয়ে তৃতীয় সপ্তাহে পড়েছে ডিসেম্বর। তবুও বোরো চাষের জল নিয়ে কোনও ঘোষণা না হওয়ায় চরম অনিশ্চয়তায় পশ্চিমবঙ্গের শস্যগোলা পূর্ব বর্ধমানের চাষীরা। বর্ষাকালে রাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জেরে ডিভিসি থেকে প্রতিনিধিত্ব তুলে নিয়েছিল রাজ্য সরকার। সে জন্যই কি এবারে বোরো ও রবি চাষে ডিভিসির জল ছাড়া নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হল? জেলায় ডিভিসির জলে সেচসেবিত এলাকার চাষীরা তাই এখন জলের বন্টনের ও জল ছাড়ার দিকেই তাকিয়ে আছেন। গতবছর জল ছাড়ার বিষয়ে বৈঠক হয়েছিল ৩০ নভেম্বর। 

    সাধারণত, আমনের ধান কাটা শেষ হতে না হতেই পরবর্তী রবি চাষের পাশাপাশি বোরো চাষের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন চাষিরা। কিন্তু জেলার যে সমস্ত এলাকায় কেবলমাত্র ডিভিসির জলেই  সিংহভাগ চাষ হয় সেই সমস্ত এলাকার চাষিরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন কবে থেকে ডিভিসির জল ছাড়া হবে।  পূর্ব বর্ধমানের গলসী ১ ও ২ ব্লক,আউশগ্রাম-১, ভাতার, বর্ধমান ১ ও ২ ব্লক, জামালপুর ব্লক ডিভিসির জলে বোরো ও রবি শস্য চাষ হয়। তবে এক সঙ্গে সব ব্লকে সারা বছর জল পাওয়া যায় না। ডিভিসি সাধারণত রোটেশন অনুযায়ী সেচখালে জল ছাড়ে।

    ভাতার ব্লকের চাষি শেখ ইব্রাহিম জানান, অন্যান্য বছর আমরা এতদিনে বীজ পুঁতে ফেলি। জানি না কী কারণে এবারে দেরি হল। প্রান্তিক চাষিরা তো আর সাবমার্শিবেলে জল নিতে পারে না। তাঁদের খুব অসুবিধা। 

    আউশগ্রাম-১ ব্লকের নওয়াদা গ্রামের বাসিন্দা কৃষক অশোক ঘোষের মতে, জল দেওয়ার বিষয়টি আগে জানতে পারলে আমাদের সুবিধা হয়। জল না দেওয়া হলে আমরা সেই ভাবে রবি চাষ করবো। কিন্তু ডিভিসি জল দেবে কি দেবে না সেই বিষয়টি পরিস্কার হচ্ছে না।

    গলসি-২ ব্লকের চাষিরা জানান, কুরকুবা গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৮ হাজার একর পরিমাণ কৃষিজমিতে প্রায় ২০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা চাষাবাদের জড়িত। ডিভিসির জলেই এখানে আমন ও বোরো চাষ হয়ে থাকে। এমনকি ডিভিসির জলের অভাবে ধান ছাড়া অন্য কোনো চাষও হয় না। গলসি এলাকার চাষিরা জানিয়েছেন, অন্যান্য বছর এই সময়ে ডিভিসির মাধ্যমে দামোদরে যে পরিমাণ জল ছাড়া হয়, এবারে তার থেকে বেশি জল ছাড়া হচ্ছে। এর পিছনেও তাঁরা অভিসন্ধি দেখছেন। যেহেতু রাজ্য সরকার ডিভিসি থেকে প্রতিনিধিত্ব সরিয়ে নিয়েছেন তাই সেই ফাঁকে এই জল ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও কেউ কেউ এমন অভিযোগও তুলেছেন যে, এই সময় এই বেশি পরিমাণ জল ছাড়ার পিছনে বালি মাফিয়াদের হাত থাকতে পারে। যেহেতু দামোদরে ছাকনি বসিয়ে বালি তোলা নিষেধ করা হয়েছে, তাই বেশি জল ছাড়া হলে ভালো বালি পাবেন বালি মাফিয়ারা। 

    যদিও শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। মোটামুটিভাবে আগামী ৫ জানুয়ারি, ২০২৫ থেকে প্রথম পর্যায়ে রবি চাষের জল ছাড়া হবে। অন্যদিকে, বোরোর জল ছাড়া হবে ১২ জানুয়ারি থেকে।

    পূর্ব বর্ধমান রাজ্যের শস্যগোলা। এই পরিচিতির পিছনে কিন্তু বোরোচাষের বিরাট ভূমিকা রয়েছে। বোরো, রবি চাষ পিছিয়ে গেলে শস্য উৎপাদন কমে যাবে। প্রভাব পড়বে গোটা রাজ্যেই। তাই চাষিদের চিন্তার কারণ। যেহেতু এবছর ডিভিসিতে রাজ্য সরকারের কোনেও প্রতিনিধি নেই, তাই কি এবারে সিদ্ধান্ত পিছিয়ে গেল? এই প্রশ্ন তুলতে শুরু করেছেন চাষিরা।
  • Link to this news (আজকাল)