• এবার সব মেট্রোই যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত, বড় ঘোষণা কলকাতা মেট্রোর
    আজকাল | ২১ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের আগে বিরাট ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ফলে যাত্রী দুর্ভোগ অনেকটাই কমবে। মাত্র চারটি বাদে সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪) থেকে সব মেট্রো চলবে দক্ষিণেশ্বর পর্যন্ত। অর্থাৎ এবার মেট্রো রেলের ব্লু লাইনে,প্রান্তিক স্টেশন হতে চলেছে দক্ষিণেশ্বর। আপাতত পরীক্ষামূলকভাবে এই বিষয়টি কার্যকর হচ্ছে। 

    নয়া পরিস্থিতিতে কলকাতা মেট্রোর প্রথম এবং শেষ পরিষেবার সময়সীমাও কিছুটা বদলাচ্ছে। সোমবার থেকে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ৬ টা ৫০ মিনিট একটি মেট্রো ছাড়বে, এটা নয়া পরিষেবা। দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭টার পরিবর্তে সকাল ৬ টা ৫৫ মিনিটে ছাড়বে। 

    একনজরে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রথম মেট্রোর সময়সূচি-

    - সকাল ৬.৫০ মিনিট:  নোয়াপাড়া থেকে কবি সুভাষ (নয়া পরিষেবা)।- সকাল ৬.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- সকাল ৬.৫৫ মিনিট: দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ - সকাল ৬.৫৫ মিনিট: উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর 

    একনজরে সোমবার থেকে শনিবার পর্যন্ত শেষ মেট্রোর সময়সূচি-

    - রাত ৯.৩০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- রাত ৯.৩৩ মিনিট: দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ - রাত ৯.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দমদম 

    সোমবার থেকে শনিবার দমদম পর্যন্ত কোন কোন মেট্রো?

    - রাত ৮.২৭ মিনিট: কবি সুভাষ থেকে দমদম - রাত ৮. ৪৮ মিনিট: কবি সুভাষ থেকে দমদম - রাত ৯.১২ মিনিট: কবি সুভাষ থেকে দমদম- রাত ৯.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দমদম

    রবিবার প্রথম মেট্রোর সময়সূচি-

    - সকাল ৯টা: নোয়াপাড়া থেকে কবি সুভাষ - সকাল ৯টা: দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ- সকাল ৯টা: নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর - সকাল ৯টা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর 

    রবিবার শেষ মেট্রোর সময়সূচি-

    - রাত ৯.২৭ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর - রাত ৯.৩৩ মিনিট: দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ - রাত ৯.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দমদম

    রবিবার কোন কোন মেট্রো দমদম পর্যন্ত?

    - রাত ৮.০৫ মিনিট: কবি সুভাষ থেকে দমদম - রাত ৯.০১ মিনিট: কবি সুভাষ থেকে দমদম- রাত ৯.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দমদম
  • Link to this news (আজকাল)