কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস
দৈনিক স্টেটসম্যান | ২১ ডিসেম্বর ২০২৪
পৌষের শুরুতেই বাধা পেল শীত। মালুম পাওয়া যাচ্ছে না শীতের আমেজ। বঙ্গোপসাগরে নিম্নচাপ, মুখভার আকাশের। শুক্রবার থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা। দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির কারণে তাপমাত্রায় কোনও তফাৎ হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনের মধ্যে রাতের তাপমাত্রার তেমন কোন হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।