• শুভেন্দু-গড়ে বিজেপি শূন্য! কাঁথির পর এগরায় সমবায় ভোটেও বিপুল জয় তৃণমূলেরই...
    ২৪ ঘন্টা | ২১ ডিসেম্বর ২০২৪
  • কিরণ মান্না:  সমবায় নির্বাচনে ফের ফুটল খাসফুল! পূর্ব মেদিনীপুরের কাঁথির পর এবার এগরায়ও সমবায় সমিতিতে (Cooperative Bank) বিপুল জয় পেল তৃণমূলই(TMC)। আর বিজেপি? শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) 'গড়ে' কার্যত খাতাই খুলতে পারল না গেরুয়াশিবির!

    কাঁথি সমবায় সমিতিতেও ভোট হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। এ রাজ্যে যা নজিরবিহীন। এরপর যখন ফল বেরোয়, তখন দেখা যায়, ১০৮ আসনের মধ্যে  ১০১ আসনে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরাই। বস্তুত, কেন্দ্রীয় বাহিনী থাকা বুথের বেশির আসনে ধরাশায়ী হলেও, ৭ আসনে কিন্তু ছিল বিজেপি দখলে। এবার তাও হল না।

    কাঁথি থেকে এগরা খুব বেশি দূরে নেই। মেরেকেটে কয়েক কিলোমিটার। সেখানে বিজেপির দখলে থাকা জুমকি গ্রাম পঞ্চায়েতের জুমকি, মাণিকাদিঘী, বিশ্বনাথপুর, সিমুলিয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুমকি সমবায় সমিতি। আজ, শুক্রবার ভোট হল ১‍২ আসনের সেই জুমকি সমবায় সমিতিতে। সবকটি আসনেই জিতেছেন তৃণমূল। ভোটারের সংখ্যা প্রায় ৫৮০ । ভোট পড়েছে ৫২৬।

    স্থানীয় তৃণমূল নেতাদের কটাক্ষ, 'বিজেপির সঙ্গে যে সাধারণ মানুষের কোনও যোগাযোগ নেই, তা আজকের ঘটনাতেই স্পষ্ট হয়ে গেল'। তাঁদের দাবি, 'এর থেকে পরিষ্কার, বিজেপি কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীর ভরসাতেই টিকে আছে। ভোটে লড়াই করার ক্ষমতা ওদের নেই'। পদ্মশিবিরের দাবি আবার ভিন্ন।  স্থানীয় স্তরে কোনও গন্ডগোলের আঁচ পাচ্ছে তারা। বিজেপির এগরা ১ ব্লকের বিরোধী দলনেত তাপস দে বলেন, 'সমবায় নির্বাচনের সঙ্গে দলের সরাসরি যোগ না খোঁজাই ভালো'।

  • Link to this news (২৪ ঘন্টা)