• সেক্টর ফাইভে বহুতলের নিচে যুবকের রক্তাক্ত দেহ! কীভাবে মৃত্যু? ঘনাচ্ছে রহস্য..
    ২৪ ঘন্টা | ২১ ডিসেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সল্টলেক সেক্টর ফাইভে বহুতলের নিচে যুবকের রক্তাক্ত দেহ! কীভাবে মৃত্যু? বহুতল থেকে ঝাঁপ গিয়ে আত্মহত্যা? ঘনাচ্ছে রহস্য।

    পুলিস সূত্রে খবর,  মৃত যুবকের নাম পরিবেশ চট্টোপাধ্যায়। মুকুন্দপুরের বাসিন্দা ছিলেন তিনি। PWC-র মতো নামী বহুজাতিক সংস্থার চাকরি করতেন পরিবেশ। সল্টলেক সেক্টর ফাইভের ২১ তলা বিল্ডিংয়ের ১৬ তলায় ছিল অফিস। ঘড়িতে তখন প্রায় সাড়ে সাতটা। রোজকার মতোই ছুটির পর বেরোচ্ছিলেন কর্মচারীরা। স্রেফ  PWC নয়, ওই বহুতলের অফিস রয়েছে আরও বেশ কয়েকটি সংস্থার। 

    আচমকাই বিকট শব্দ শুনতে পান নিরাপত্তারক্ষীরা। তাঁরা গিয়ে দেখেন, বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পরিবেশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়  ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস। এরপর বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। 

  • Link to this news (২৪ ঘন্টা)