• অভিষেকের নামে টাকা আদায়? তৃণমূল থেকে বহিষ্কারের পর গ্রেফতার তরুণ তিওয়ারি!
    ২৪ ঘন্টা | ২১ ডিসেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূল থেকে বহিষ্কৃত। তোলাবাজির অভিযোগে তরুণ তিওয়ারিকে এবার গ্রেফতার করল পোস্তা থানার পুলিস। আগামিকাল, শনিবার ধৃতকে তোলা হবে। 'এটা দলের জিরো টলারেন্স নীতি', বললেন কুণাল ঘোষ।

    ঘটনাটি ঠিক কী? তখন তৃণমূলের যুব সংগঠনের সভাপতি পদে ছিলেন তরুণ। তাঁর বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করেছেন বড়বাজারের এক ব্যবসায়ী। কবে? গতকাল, বৃহস্পতিবার। অভিযোগ, পুরনো একটি সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য অভিষেক বন্দ্য়োপাধ্যায় ও তৃণমূলের নাম করে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন তরুণ। 

    তোলাবাজি অভিযোগে কড়া পদক্ষেপ করেছে তৃণমূল। আজ, শুক্রবার তরুণকে বহিষ্কার করেছে যুব তৃণমূল কংগ্রেস।  এক্স হ্য়ান্ডেলে সংগঠনের সভাপনেত্রী সাংস সায়নী ঘোষ লিখেছেন, 'আমাদের দল তৃণমূল ও তৃণমূল যুব কংগ্রেস দুর্নীতি ও দলবিরোধী কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলে। আমরা বাংলার মা, মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধ'। এরপর গ্রেফতার করা হল তোলাবাজিতে অভিযুক্তকে। 

    তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'এটা দলের জিরো টলারেন্স নীতি। এই যে তোলাবাজির অভিযোগ এসেছিল, দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। যুবশাখা ব্যবস্থা নিয়েছে। যে কাজের খবর এসেছিল, সেটা এবার পুলিস প্রশাসন তাদের কাজ করবে। দলের নাম ভাঙিয়ে, দলকে অপব্যবহার করে এই ধরনের কাজ করা, এটা কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না'। সঙ্গে বার্তা, 'দল, নেত্রী, দলের নেতৃত্ব, বারবার সতর্ক করা হচ্ছে। তাতেও যদি  যদি এই ধরণের কাজ করে, তাকে তার পরিণাম ভোগ করতে হবে। দল কড়া ব্যবস্থা নেবে, পুলিস প্রশাসন ব্য়বস্থা  নেবে। এটা প্রমাণ করে দেয়, তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনও কাজ বরদাস্ত করছে না, করবে না'।

    বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের পাল্টা কটাক্ষ, ফেসওয়াশ। এরকমভাবে দেখানো হচ্ছে। এরকম কত লোক আছে, সত্যিকারের তাঁর নাম করে টাকা তুলে নিয়েছে, তাঁরা তার কাছে যায়! এত টাকা কী করে হতে পারে! রোজগারের উত্‍সটা কী, কী ব্যবসা আছে, কেউ তো কিছু জানে না। পুলিসের কাছে যখন অভিযোগ করেছে, তখন নামটা ধরা পড়েছে। এবং মানুষটাকে সেটা দেখানোর জন্য, চক্ষুলজ্জার তাকে বাদ দিয়েছে'।

  • Link to this news (২৪ ঘন্টা)