• বেপরোয়া গাড়ি চালালেই বিপদ! যশোর রোডে বসছে অত্যাধুনিক ক্যামেরা
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৪
  • কলকাতা থেকে যশোর রোডে উঠেই গাড়ির গতি বাড়িয়ে দিয়েছেন! ভাবছেন ট্রাফিকের চোখে ধুলো দেবেন? সেই দিন শেষ। ট্রাফিক নিয়ম মেনে গাড়ির গতি নিয়ন্ত্রণে রেখে চলাচল করুন। নচেৎ জরিমানা গুণতে হবে আপনাকে। যশোর রোডেও বসানো হচ্ছে অত্যাধুনিক উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা।

    মধ্যমগ্রাম চৌমাথা থেকে অনতিদূরে শুক্রবার যশোর রোডের উপর লাগানো হল এই অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন ক্যামেরা। মোট ৩০টি জায়গায় এই ক্যামেরা লাগানো হচ্ছে। এ বার থেকে যশোর রোড তথা জাতীয় সড়ক ১২ ব্যবহার করে যাতায়াত করা যানবাহনগুলির ক্ষেত্রে অতিরিক্ত গতি বা নম্বর প্লেট থেকে শুরু করে রেজিস্ট্রেশন-সহ নানা বিষয়ে সমস্যা থাকলেও ধরা পড়বে এই অত্যাধুনিক ক্যামেরায়। সেই চিত্র বিশ্লেষণ করে মুহূর্তেই ট্রাফিক নিয়ম অনুসারে জরিমানার  বিবরণ পৌঁছে যাবে গাড়ির মালিকের মোবাইল নম্বরে।

    অনেক সময় দেখা গিয়েছে রাতের অন্ধকারে দ্রুত গতির পণ্য পরিবহনকারী যানবাহন থেকে শুরু করে বেপরোয়া বাইক চলাচলের কারণে পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু মানুষের। দুর্ঘটনা রুখতে ও বেপরোয়া চালকদের শিক্ষা দিতেই জেলা ট্রাফিকের এই উদ্যোগ। অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন এই ক্যামেরা পরীক্ষামূলকভাবে চালু করা হলো শুক্রবার থেকেই। পরবর্তীতে এই ক্যামেরা ব্যবহার করে যান চালকদের বেপরোয়া গতির উপর নজরদারি চালানো হবে বলেও জানা গিয়েছে প্রশাসনের তরফে।

    ডিএসপি ট্রাফিক অলোকরঞ্জন মুন্সি জানান, জেলাশাসকের অনুমতিতে এই অত্যাধুনিক ক্যামেরা বসানো হচ্ছে গতি নিয়ন্ত্রণের জন্য। আপাতত পরীক্ষামূলকভাবে শুরু হলেও মনে করা যাচ্ছে নতুন বছর শুরু থেকেই পুরোদমে চালু হয়ে যাবে। জেলায় আপাতত এই একটি জায়গায় ক্যামেরা লাগানো হচ্ছে। যেহেতু মধ্যমগ্রাম চৌমাথার উপর দিয়েই উত্তরবঙ্গ-সহ হাবরা, বনগাঁ এমনকী বসিরহাটের দিকেও বহু যান চলাচল করে তাই এখানেই প্রথম এই অত্যাধুনিক ক্যামারা বসানো পরিকল্পনা নেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)