• দমদম থেকে আর মেট্রো ছাড়বে না, বদলে যাচ্ছে নিয়ম ও টাইম টেবল, কবে থেকে?
    আজ তক | ২১ ডিসেম্বর ২০২৪
  • Kolkata Metro Rule Change: এবার আর কোনও মেট্রো দমদম থেকে ছাড়বে না। সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। কলকাতা মেট্রোর তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতা মেট্রোর তরফে বলছে, আপাতত কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরকে প্রান্তিক স্টেশন হিসাবে বিবেচনা করা হচ্ছে। সেই হিসাবেই মিলবে পরিষেবা। একইসঙ্গে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত নয়া মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে।

    ঠিক হয়েছে নোয়াপাড়া থেকে আরও একটি মেট্রো দক্ষিণেশ্বর আসবে সকাল ৯টা নাগাদ। এই পরিষেবা আগে ছিল না। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যে শেষ মেট্রো রাত ৯:২৮ মিনিটে ছাড়তো, সেটির সময় বাড়ানো হয়েছে। এবার থেকে ৯টা বেজে ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে। আগামী ২৯ ডিসেম্বর থেকে এই নয়া সময়সূচি কার্যকর হতে চলেছে। তবে স্পেশ্যাল মেট্রোগুলির সূচিতে এখনই কোনও বদল নেই। 

    তবে দু’টি প্রান্তিক স্টেশন থেকেই মেট্রো চলাচলের ব্যবধান ৬ মিনিট থেকে বাড়িয়ে ৭ মিনিট করা হয়েছে। অর্থাৎ যা আগে মিলত ৬ মিনিট অন্তর তা এখন থেকে মিলবে ৭ মিনিট অন্তর।

    তৈরি হচ্ছে নতুন টাইম টেবিলও। সকাল ৬টা বেজে ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে ছাড়বে প্রথম মেট্রো। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যে মেট্রো সকাল ৭টায় ছাড়তো, সেই মেট্রো এবার সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে ছাড়বে বলে জানা হয়েছে।

     
  • Link to this news (আজ তক)