বড়জোড়ায় ট্যাঙ্কার থেকে তেল কাটিং করে বিক্রি, গ্রেপ্তার ২
বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ট্যাঙ্কার থেকে তেল চুরির অভিযোগে শুক্রবার দু’জনকে গ্রেপ্তার করেছে বড়জোড়া থানার পুলিস। ধৃতরা বড়জোড়ার একটি কয়লা খনিতে আসা ট্যাঙ্কার থেকে তেল কাটিং করে বাজারে বিক্রি করত। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শুকদেব কর ও বসির মিঞা। ছাতনার বাসিন্দা শুকদেব ওই খনির কর্মী। বীরভূমের বাসিন্দা বসির ট্যাঙ্কারের চালক। ধৃতদের এদিন বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক দু’জনকে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। বড়জোড়া থানার এক আধিকারিক বলেন, খনিতে কয়লা উত্তোলনের মেশিনপত্র চালানার জন্য প্রচুর তেলের প্রয়োজন হয়। খনি কর্তৃপক্ষ ডিপো থেকে সরাসরি তেল কেনে। ট্যাঙ্কারে ভরে তেল খনিতে আনা হয়। শুকদেব ট্যাঙ্কার থেকে তেল নামানোর দায়িত্বে ছিল। তার সঙ্গে ট্যাঙ্কার চালকদের যোগসাজশ ছিল। মাঝরাস্তায় চালকরা ট্যাঙ্কার থেকে তেল কাটিং করত। শুকদেব তা গোপন করে খাতায়-কলমে সবকিছু ঠিকঠাক দেখিয়ে দিত। দিনের পর দিন কারবার চলতে থাকায় খনি কর্তৃপক্ষের সন্দেহ হয়। খাতার হিসেবের সঙ্গে মজুত মেলাতে গিয়ে খনি কর্তৃপক্ষ বিষয়টি ধরে ফেলে। তাদের অভিযোগের ভিত্তিতে এদিন দু’জনকে গ্রেপ্তার করা হয়।