নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল স্টেশনের সামনে থাকা ট্যাক্সিস্ট্যান্ড বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিচ্ছে রেল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে স্টেশনের সামনে তুমুল বিক্ষোভ দেখাল অটো ও ট্যাক্সিচালকরা। আইএনটিটিইউসি’র ব্যানারে এদিনের বিক্ষোভ সমাবেশে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হয়। ব্যস্ততম স্থানে এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। স্টেশন চত্বরে অশান্তি আটকাতে বহু সংখ্যক আরপিএফ পুরো এলাকা ঘিরে রাখে। অভিযোগ, আসানসোল স্টেশনের ট্যাক্সিস্ট্যান্ডে গাড়ি দাঁড় করিয়ে রাখার অভিযোগে আটজন ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছিল আরপিএফ। বৃহস্পতিবারের ঘটনার পর থেকে ক্ষুব্ধ ছিলেন ট্যাক্সি চালকরা। এদিন শাসকদল পাশে দাঁড়াতেই ক্ষোভ বিক্ষোভের আকার নেয়।
শুক্রবার সকালে আসানসোল রেলস্টেশনের সামনে জমায়েত হন ট্যাক্সি চালকরা। আইএনটিটিইউসির ব্লক সভাপতি রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে টায়ার জ্বালিয়ে শুরু হয় রাস্তা অবরোধ। আন্দোলনকারীদের অভিযোগ, ৫০ বছরের বেশি সময় ধরে আসানসোল রেলস্টেশনের সামনে ট্যাক্সিস্ট্যান্ড রয়েছে। স্থানীয় ট্যাক্সি চালকরা সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখেন। সেখান থেকেই যাত্রীরা চাপেন। অভিযোগ, রেল কিছুদিন ধরে ওই ট্যাক্সিস্ট্যান্ড খালি করাতে তৎপর হয়। বৃহস্পতিবার ওই চালকদের গ্রেপ্তারের পর রাতে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। তারপরই ক্ষোভ তুঙ্গে উঠে। শাসক দলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ দেখিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়। রাজু আলুওয়ালিয়ার অভিযোগ, বেসরকারি সংস্থাকে স্ট্যান্ড বিক্রি করে দিয়েছে রেল। এই ট্যাক্সিস্ট্যান্ডে ট্যাক্সি চালিয়ে কয়েকশো পরিবারের সংসার চলে। আমরা এর শেষ দেখে ছাড়ব। ট্যাক্সি চালক সঞ্জয় কুমার ও মহম্মদ কালামরা বলেন, কয়েক দশক ধরে আমরা আসানসোল ট্যাক্সিস্ট্যান্ডে ট্যাক্সি চালিয়ে সংসার চালিয়ে এসেছি। অন্য ট্যাক্সিস্ট্যান্ডে আমাদের আর জায়গা দেবে না। রেল সিদ্ধান্তে অনড় থাকলে আমাদের পথে বসতে হবে। যদিও রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বহু বছর ধরে অবৈধভাবে ট্যাক্সিস্ট্যান্ডটি রয়েছে। টেন্ডার করে বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে।বিষয়টি নিয়ে আসানসোলের ডিআরএম চেতনানন্দ সিংকে ফোন ও এসএমএস করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসানসোল রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউরি বলেন, নিয়ম মেনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।