• মায়াপুরের স্কুলে বিজ্ঞান ও গণিতের প্রদর্শনী  
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নবদ্বীপ: বার্ষিক পরীক্ষা শেষ হতেই স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে বিজ্ঞান ও গণিতের প্রদর্শনীর আয়োজন করল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। প্রায় ৪০টি মডেল ও চার্ট উপস্থাপিত করে স্কুলের পড়ুয়ারা। তাদের তৈরি বিভিন্ন মডেল, অভিভাবক ও শিক্ষা আধিকারিকদের নজর কাড়ে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন নবদ্বীপ ব্লকের সহকারী বিদ্যালয় পরিদর্শক দিলীপ মণ্ডল। এদিন বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের তৈরি করা বিজ্ঞান ও গণিতের বিভিন্ন মডেল নিয়ে এই প্রদর্শনী আয়োজন করা হয়। 


    জল পরিশোধনের মডেল তৈরি করেছে প্রথম স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির পড়ুয়া সৈয়দ আজমল। শক্তির রূপান্তর(যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি) মডেল তৈরি করে দ্বিতীয় পঞ্চম শ্রেণির পড়ুয়া জান্নাতুন্নেসা খাতুন ও তৃতীয় শ্রেণির সোহা খাতুন অঙ্কের মালটিপ্লিকেশন টেবিল মডেল তৈরি করে তৃতীয় স্থান অধিকার করে। অন্যান্য ছাত্রছাত্রীরা তাদের স্কুলের পড়ুয়াদের তৈরি মডেল দেখে অনুপ্রাণিত হয়।


    নবদ্বীপ ব্লকের সহকারী বিদ্যালয় পরিদর্শক দিলীপ মণ্ডল বলেন, প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা যেভাবে এত সুন্দর মডেল তৈরি করতে পারে, তা সত্যি আমাদের ধারণার বাইরে। ছোট থেকেই ওদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি হওয়ার প্রবণতা খুবই প্রশংসনীয়। স্কুল এই উদ্যোগ নেওয়ায় আগামী দিনে এই খুদে পড়ুয়ারা আরও এগিয়ে যাবে।


    বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন, পরীক্ষা শেষের পরও যাতে ছাত্রছাত্রীরা বাড়িতে এই মডেল তৈরি করে, সে বিষয়ে ওদের উৎসাহ দিতেই এই উদ্যোগ। এদিন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক উৎসাহের সঙ্গে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। আগামী দিনেও বিজ্ঞান ও অঙ্কের প্রদর্শনী নিয়ে বড় প্রতিযোগিতা করার চিন্তাভাবনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)