• লোহাপুরে এক্সপ্রেসের স্টপেজ চাই, মন্ত্রীকে চিঠি
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: নলহাটি আজিমগঞ্জ শাখার লোহাপুর স্টেশনে দু’টি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চেয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। জানা গিয়েছে, এই রুটে দু’টি মাত্র এক্সপ্রেস ট্রেন চলাচল করে। যেগুলি হল হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু ও গণদেবতা এক্সপ্রেস। কিন্তু লোহাপুর স্টেশনে দু’টি এক্সপ্রেস ট্রেন থামে না। ফলে ওই স্টেশনের উপর নির্ভরশীল হাজার হাজার যাত্রীকে নলহাটি, রামপুরহাট অথবা আজিমগঞ্জ স্টেশনে এসে এক্সপ্রেস ট্রেন ধরে হাওড়া ও শিয়ালদহ যাতায়াত করতে হয়।  তাই লোহাপুর স্টেশনে ওই দু’টি ট্রেনের স্টপেজ অনুমোদন করার জন্য রেলমন্ত্রীকে আবেদন জানিয়েছেন সামিরুল সাহেব।
  • Link to this news (বর্তমান)