নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পোখরাজ সহ অন্যান্য প্রজাতির ছোট আলু ভিনরাজ্যে রপ্তানির অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়। শুক্রবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বাঁকুড়া জেলা শাখার প্রতিনিধিরা জেলাশাসকের সঙ্গে দেখা করে তাঁরা ওই দাবি জানান। এদিন অলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে হিমঘর মালিকরাও ছিলেন। তাঁরা বাঁকুড়ার জেলাশাসকের সঙ্গে দেখা করে দাবিদাওয়া পেশ করেন। সংগঠনের সম্পাদক অরবিন্দ ঘোষ বলেন, পোখরাজ, কে-২২ ও ছোট (ক্যাঁট) আলু সাধারণত বাইরের রাজ্যেই প্রতিবছর রপ্তানি করা হয়। এরাজ্যের বাসিন্দারা সচরাচর ওই আলু খায় না। বর্তমানে জেলার ৪১টি হিমঘরে ১৪ লক্ষ বস্তা অলু মজুত রয়েছে। ফলে ভিন রাজ্যে রপ্তানির অনুমতি না পেলে সব আলু নষ্ট হয়ে যাবে। তারফলে আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকরা ক্ষতির মুখে পড়বেন। সেই কারণে আমরা ভিন রাজ্যে আলু পাঠানোর জন্য জেলাশাসকের কাছে এদিন অনুরোধ জানিয়েছি। তিনি বিষয়টি খতিয়ে দেখে উপর মহলে জানাবেন বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। জেলশাসক সিয়াদ এন বলেন, আলু ব্যবসায়ীদের আবেদন পত্র পেয়েছি। তা খতিয়ে দেখা হচ্ছে।