সংবাদদাতা, জঙ্গিপুর: ফরাক্কার জোড়পুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে অচলাবস্থা কাটাতে উদ্যোগী হল প্রশাসন। শুক্রবার বিকেলে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেন শিক্ষাদপ্তর ও প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ, ফরাক্কা সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক দীপান্বিতা কুণ্ডু প্রমুখ। শিক্ষকদের নিয়ে আলোচনা করে স্কুলে সুষ্ঠু পরিবেশে পঠনপাঠন ও ছাত্রছাত্রীদের মিড ডে মিল চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত প্রায় ছ’মাস ধরে স্কুলের প্রধান শিক্ষক অপূর্ব সরকার ও সহকারী শিক্ষকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সহকারী শিক্ষকরা মিড ডে মিল নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তোলেন। সম্প্রতি স্কুলে সিসি ক্যামেরা, কম্পিউটার ও বায়োমেট্রিক মেশিনের জন্য দরপত্র আহ্বান করা হয়। সেখানে সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। এনিয়ে স্কুলে অচলাবস্থা তৈরি হয়। তার জেরে এদিন প্রশাসন আলোচনায় বসে। অপূর্ববাবু বলেন, সহকারী শিক্ষকদের সঙ্গে আমার সম্পর্ক ভালো বা খারাপের কোনও ব্যাপার নেই। টেন্ডারে কিছু ত্রুটি থাকায় পূর্বেরটি বাতিল করা হয়েছে। শীঘ্রই নতুনভাবে টেন্ডার ডাকা হবে। ফরাক্কার বিডিও বলেন, জেলা শিক্ষাদপ্তর থেকে বিষয়টি দেখতে বলা হয়েছিল। শিক্ষকদের নিয়ে বসেছিলাম। আপাতত আর কোনও সমস্যা নেই। টেন্ডারের বিষয়ে আমার কিছু জানা নেই।