• বাইসনের হানায় জখম দুই, চাঞ্চল্য
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ধূপগুড়ি: দিনভর বানারহাটের তেলিপাড়া চা-বাগান দাপালো বাইসন। সারাদিনের প্রচেষ্টায় ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করা হয়। বনদপ্তর সূত্রে খবর, বাইসনটির চিকিৎসার পর খুট্টিমারী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে দিনভর বাইসনের তাণ্ডবে এলাকায় আতঙ্ক থাকে। চা-পাতার তোলার কাজও বন্ধ করেন চা শ্রমিকরা। বাইসনের আঘাতে দু’জন জখম হন। তাদের বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসেন মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। পরে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের কর্মীরা এসে ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করেন। মোরাঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য বলেন, বাইসনের আক্রমনে দু’জন জখম হয়েছে।
  • Link to this news (বর্তমান)