• নড়বড়ে সাঁকো ধরে ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে মৌলপুরে
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মৌলপুর এলাকায় বেহুলা নদীর উপর সাঁকো বেঁকে গিয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে চলাফেরা করতে হয় মানুষকে। দ্রুত সাঁকো মেরামত এবং আগামী দিনে কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। 


    স্থানীয় মাসিদুর রহমান বলেন, এটা দীর্ঘদিনের সাঁকো। এখন নড়বড়ে হয়ে রয়েছে। এই সাঁকো দিয়ে এলাকার পড়ুয়ারা স্কুলে যায়। আমরা বিভিন্ন কাজে হাসপাতাল এবং বিডিও অফিস যাই। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, এই সাঁকোতে উঠলেই ভয় লাগে। সাঁকো মেরামত করতে আগে স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার বলা হয়েছে। সাঁকো মেরামত হচ্ছে না, পাকা সেতুও হচ্ছে না।


    মঙ্গলবাড়ি মৌলপুরে বেহুলা নদীর উপর এই সাঁকো দিয়ে স্থানীয়রা খুব সহজেই নারায়ণপুরে বিডিও অফিস যান। জলঙ্গা, নারায়ণপুর, ভাবুকের বহু মানুষও খুব সহজে এই সাঁকো দিয়ে শহরের থানা ও হাসপাতাল যান। সাঁকো বেহাল থাকায় মানুষ সমস্যায় পড়েছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূলের জিয়াউল হক বলেন, পাকা সেতুর জন্য ১৫ বছর ধরে লড়ে যাচ্ছি। জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় জানানো হয়েছে। কিন্তু এখনও সেতু হয়নি। 


    জিয়াউলের সংযোজন, আমাদের পক্ষ থেকে এত বড় পাকা সেতু করা সম্ভব নয়। অনেক টাকার ব্যাপার। আপাতত সাঁকোটি পঞ্চায়েত থেকে মেরামত করা হবে। সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল ইসলাম বলেন, গ্রামবাসীদের সঙ্গে কথা হয়েছে। তাদের জেলা পরিষদে আবেদন করতে বলা হয়েছে। আগামীদিনে বিষয়টি খতিয়ে দেখা হবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)