• ভোটপট্টিতে কিশোরীকে শ্লীতলাহানি কাণ্ডে ধৃত ১
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির ভোটপট্টিতে পুলিসের গাড়ি ভাঙচুর ও পুলিস কর্মীদের ঢিল ছোড়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানা। অপরদিকে, ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় প্রাথমিক তদন্তের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই ভোটপট্টি কাণ্ডে ৪৫০ জনের বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট ও কর্তব্যরত পুলিসের উপর হামলার অভিযোগে এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে বলে পুলিস জানিয়েছে। ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, কিশোরীর বয়ানের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে টিআই প্যারেড হবে। অভিযুক্ত ওই এলাকারই বাসিন্দা। জলপাইগুড়ি পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত বলেন, গত ২৪ ঘণ্টায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় দুই বোন ভোটপট্টির বাজারে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে ছোট বোনের হাত ধরে টানাটানি করেছিল এক যুবক। তাকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পরের দিন বুধবার গ্রামবাসীরা সার্ক রোড অবরোধ করেছিলেন। পুলিস অবরোধ তুলতে এলে বাধার মুখে পড়ে। উত্তেজিত জনতা পুলিসকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। পুলিসের দু’টি গাড়ি ভাঙচুর করে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিসকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছিল। পুলিসের উপর হামলা ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ পুলিস সুয়োমোটো মামলা দায়ের করে ধরপাকড় শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)