নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কাজ সেরে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে জখম হলেন এক যুবক। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ডাঙাপাড়ায়। জখম যুবকের নাম বিশ্বজিৎ সূত্রধর। তাঁর বাড়ি পাতকাটা কলোনিতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিৎ একটি গাড়ির শোরুমে কাজ করেন। সেখান থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে বাইকে। ওই যুবক বাইক থেকে ছিটকে পড়েন। ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিস। দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়িই আটক করা হয়েছে। জখম যুবককে উদ্ধার করে প্রথমে নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিক্যালে। সেখান থেকে তাঁকে রেফার করা হয় শিলিগুড়িতে।