পুলিসের ভিডিও দেখে ৫ দুঃস্থ মেধাবী পড়ুয়ার পাশে কলকাতার ইঞ্জিনিয়ার
বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুল পড়ুয়াদের নিয়ে করা এক অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল জলপাইগুড়ি জেলা পুলিস। সেই ভিডিও দেখে জলপাইগুড়ির পাঁচ দুঃস্থ মেধাবী স্কুল পড়ুয়ার পাশে দাঁড়ালেন কলকাতার বাসিন্দা এক ইঞ্জিনিয়ার ও তাঁর স্ত্রী। শুক্রবার তাঁরা জলপাইগুড়িতে আসেন। জেলা পুলিসের উদ্যোগে শহরের তিস্তা উদ্যানে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল উপহার বিনিময়। খাওয়াদাওয়ার আয়োজন। উপস্থিত ছিলেন জেলা পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত। পুলিস সুপার বলেন, সোশ্যাল মিডিয়ায় আমাদের পোস্ট করা ভিডিও দেখে খড়্গপুর আইআইটি’র প্রাক্তনী রতিকান্ত ঘোষ ও তাঁর স্ত্রী অপর্ণা ঘোষ দুঃস্থ পড়ুয়াদের পাশে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেন। সেইমতো জলপাইগুড়ির পাঁচ দুঃস্থ পড়ুয়ার পড়াশোনা চালাতে প্রতি মাসে কিছু অর্থ পাঠান তাঁরা। কিন্তু এই পড়ুয়াদের সঙ্গে কলকাতার ওই দম্পতির কখনও দেখা হয়নি। শুক্রবার তাঁরা জলপাইগুড়িতে এসেছিলেন। দম্পতি পড়ুয়াদের জন্য কিছু উপহার এনেছিলেন। খুবই ভালো মুহূর্ত ছিল। রতিকান্ত ঘোষ বলেন, ওদের সঙ্গে এদিন প্রথম দেখা হয়। খুব ভালো লেগেছে। ওদের বলেছি, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। - নিজস্ব চিত্র