সংবাদদাতা, শীতলকুচি: লেপ বানানোর সময় ছুরির আঘাতে জখম হলেন এক কারিগর। শুক্রবার ঘটনাটি ঘটে শীতলকুচি পঞ্চায়েতের মধ্য শীতলকুচি গ্রামে। বিহারের আবুল হোসেন (৩০) একমাস আগে শীতলকুচিতে লেপ বানানোর কাজে আসেন। বিহারের অন্য লেপ কারিগরদের সঙ্গে দক্ষিণপাড়ায় তিনি থাকেন। প্রতিদিনের মতই এদিনও কাজে যান। গ্রামের একটি বাড়িতে কাজ করার সময় আচমকা গলা থেকে রক্ত ঝরতে দেখে অন্য সঙ্গীরা তাঁকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সহকর্মী মনীব আলম জানান, এদিন কাজ করার সময় সুতো কাটার ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত লাগে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, পুলিস ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।