সংবাদদাতা, কুমারগ্রাম: শুক্রবার কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত রায়ডাক, তুরতুরিখণ্ড, তুরতুরি ও মহাকালগুড়ি পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল প্রকল্পের বিষয়ে পিএইচই’র ইঞ্জিনিয়াররা স্থানীয়দের সঙ্গে বৈঠক করলেন। উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। উল্লেখ্য, বিষয়টি ৪ ডিসেম্বর বিধানসভায় তুলে ধরে সরব হয়েছিলেন বিধায়ক। এরপর ১১ ডিসেম্বর এই বিষয়ে বিধানসভায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের দৃষ্টি আকর্ষণ করেন মনোজবাবু। সেসময় মন্ত্রী বিধায়ককে আশ্বাস দিয়েছিলেন, বিভাগীয় ইঞ্জিনিয়ারদের এলাকায় পাঠাবেন। সেইসমতো এদিন ইঞ্জিনিয়াররা ওই চার পঞ্চায়েত এলাকায় আসেন। তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।