• গাঁজা সহ নিশিগঞ্জে ধৃত বাবা-ছেলে  
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মাথাভাঙা: শুক্রবার মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জে গাঁজা সহ ধরা পড়ল পিতা-পুত্র। সকালে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিস কর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালান। কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে একটি সন্দেহজনক স্কুটার দাঁড় করিয়ে পুলিস তল্লাশি শুরু করে। স্কুটারের ডিকিতে গাঁজা পাওয়া যায়। পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার ওজন ১৩ কেজি ৬৪৬ গ্রাম। পরে দু’জনকে গ্রেপ্তার করা হয়। দু’জনের নাম রামপ্রসাদ সরকার ও বুদু সরকার। 
  • Link to this news (বর্তমান)