• দু’বিঘা সরকারি জমি দখলমুক্ত ভাটপাড়ায়  
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভাটপাড়ায় প্রায় ২বিঘা সরকারি জমি দখলমুক্ত করল ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। সেখানে সরকারি বোর্ড বসানো হয়েছে। 


    এলাকার বাসিন্দা মন্টুকুমার রায় দীর্ঘদিন থেকে ভাটপাড়া গ্রামের একটি পুকুর, বাশঁবাগান ও চাষের জমি নিজের বলে দখল করে রেখেছিলেন বলে অভিযোগ। সেই জমির পাট্টা তৈরি করেন তিনি। এরপর জলপাইগুড়ি মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানানো হয়। অভিযোগ পাওয়ার পর মহকুমা শাসকের দপ্তরে শুনানি চলে। সেই পাট্টা খারিজ করে দেওয়া হয়। শুক্রবার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা পৌঁছে সেই জমি দখলমুক্ত করে সরকারি জমির বোর্ড লাগিয়ে দেয়।


    এই বিষয়ে রাজগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সোনম রুম্বা বলেন, ভাটাপাড়ায় জমি নিয়ে জলপাইগুড়ি মহাকুমা শাসকের দপ্তরে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে জমির শুনানি হয়। ৬৬ ডেসিমেল জমি সরকারি জমি চিহ্নিত করে শুক্রবার জেলা মহকুমা শাসকের নির্দেশে দখলমুক্ত করে বোর্ড লাগিয়ে দেওয়া হল। অভিযোগের জবাবে মন্টুকুমার রায় জানান, এই জমি আমার। জমির পাট্টাও রয়েছে। বিষয়টি নিয়ে জেলা আদালতে মামলা চলছে। দরকার হলে হাইকোর্টের দ্বারস্থ হব।
  • Link to this news (বর্তমান)