নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল ঘোষণা হয়। সভাপতি পদে জয়ী হয়েছেন তৃণমূলের প্যানেলে থাকা সোমনাথ পাল। এগজিকিউটিভ কমিটিতেও আধিপত্য বজায় রেখেছে তৃণমূল। যদিও সম্পাদক পদে জয়ী হয়েছেন নির্দল হিসেবে লড়াই করা অভিজিৎ সরকার (পান্না)।নির্বাচনের রিটার্নিং অফিসার সুদীপ্তকান্ত ভৌমিক বলেন, ২৩টি আসনের জন্য ৫১ জন লড়াই করেন। সভাপতি ও সম্পাদক ছাড়াও সহ সভাপতি পদে জয়ী হয়েছেন কুন্তল সরকার এবং অমল সরকার। সহকারী সম্পাদক পদে জয়ী হয়েছেন দেবপ্রিয়া সেন ও অসীম পণ্ডিত। এগজিকিউটিভ কমিটিতে জয়ী হয়েছেন ১৫ জন। সোমবার জয়ীদের শংসাপত্র দেওয়া হবে। আগামী দু’বছর তাঁরা দায়িত্বভার সামলাবেন।