• নানা দাবিতে মঙ্গরদের সভা  
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার বিকেলে মেটেলি ব্লকের মূর্তি চা বাগানের ময়দানে অখিল ভারতীয় মঙ্গর মঞ্চ- এর উদ্যোগে বারোহী মি জোং - উৎসব পালন করা হয়। মনিপুর, মিজোরাম, সিকিম, নেপাল সহ তরাই ও ডুয়ার্সের বিভিন্ন এলাকার মঙ্গর জনজাতির মানুষ নিজস্ব সংস্কৃতির পোশাক পড়ে উপস্থিত ছিলেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিল থাপা বলেন, মঙ্গর জনজাতি পিছিয়ে পড়া জনজাতিগুলির মধ্যে অন্যতম। মঙ্গর জনজাতিকে তপশিলি উপজাতি সম্প্রদায় ভুক্ত ঘোষণার দাবি কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বহু আগে জানানো হয়েছে। রাজ্য সরকার ক্যাবিনেটে বিষয়টি নিয়ে গেলেও কেন্দ্রীয় সরকার ভূমিকা নেয়নি। আমাদের দাবি, মঙ্গরদের তফসিলি উপজাতি শংসাপত্র প্রদান করা হোক।  
  • Link to this news (বর্তমান)