• চার মন্ত্রীর বৈঠক নাগরাকাটায়  
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: বনদপ্তরে কর্মী সঙ্কট মিটতে চলেছে। শুক্রবার নাগরাকাটা ব্লকের ভগতপুর চা বাগানে আদিবাসী সমাজের সঙ্গে সভা করার পর সাংবাদিকদের সামনে একথা বললেন বনমন্ত্রী বিরবাহা হাঁসদা। উল্লেখ্য, সরকারি সুযোগ সুবিধা আদিবাসী সমাজের কাছে ঠিকভাবে পৌঁছচ্ছে কি না তা জানতে ভগতপুর ফুটবল মাঠে সভা করেন চারজন মন্ত্রী। বনমন্ত্রী ছাড়াও ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানি টুডু, খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণমন্ত্রী বুলুচিক বড়াইক। সভায় মাহালি, লোহরা, মুন্ডা, নায়েক, ওরাওঁ, অসুর সহ মোট ১৩টি জনজাতির প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাঁরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মন্ত্রীদের সামনে। বনমন্ত্রী বলেন, আমরা সমস্যার কথা শুনেছি। দাবিদাওয়ার ব্যাপারে মন্ত্রিসভায় আলোচনা করা হবে। আরও বলেন, বনের কর্মী সংখ্যা বাড়ানোর উদ্যোগ শুরু হয়েছে। তবে বনসংলগ্ন মানুষকে সচেতন হতে হবে। সংরক্ষিত জঙ্গলে প্রবেশ করা যাবে না। 
  • Link to this news (বর্তমান)