নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একবার সাসপেন্ড, তারপর সাসপেনশন তুলে নেওয়া, ফের সপ্তাহখানেকের মধ্যে ৬ মাসের জন্য সাসপেন্ড। সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে নিয়ে সিপিএমের এমন সিদ্ধান্তে দলের কর্মী-সমর্থকদের একাংশ হতবাক। আলিমুদ্দিন সূত্রে খবর, মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে পার্টির অভ্যন্তরীণ কমপ্লেন্ট কমিটির (আইসিসি) তদন্ত রিপোর্ট ও সুপারিশ অনুযায়ী সিপিএম রাজ্য কমিটি তন্ময়বাবুকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে তন্ময়বাবু বলেন, ‘আমি পরিবারের সঙ্গে কলকাতার বাইরে এসেছি। আমাকে কিছু জানানো হয়নি।’