• ৬ মাদক পাচারকারীর ১০ বছর কারাদণ্ড
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছয় মাদক পাচারকারীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিল আদালত। শুক্রবার আলিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সোমা মজুমদার ওই আদেশ দিয়েছেন। বিচারক সাজার সঙ্গে প্রত্যককে এক লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর হাজতবাসের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি অমলকুমার পাল জানান, গোপন সূত্রে খবর পেয়ে ২০২১ সালে ২৭ জানুয়ারি এন্টালি থানা এলাকায় হানা দিয়ে কলকাতা গোয়েন্দা পুলিসের নারকোটিক সেলের গোয়েন্দারা মুর্শিদাবাদের বাসিন্দা ছয় মাদক পাচারকারীকে পাকড়াও করে। তাদের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ২৫ কিলোগ্রাম গাঁজা।
  • Link to this news (বর্তমান)