নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক সেক্টর ফাইভে এক আইটি কর্মীর রহস্যমৃত্যু হল। শুক্রবার রাতে অফিসের ১৬ তলা থেকে আচমকা তিনি নীচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম পরিবেশ চট্টোপাধ্যায় (২৮)। তদন্ত শুরু হয়েছে। তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, নাকি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন, কিংবা এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।