• নবান্নের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় মৃত ছেলে, বাবা আশঙ্কাজনক
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত বৃহস্পতিবার দুপুরে বাইকে চেপে পরীক্ষার ইন্টারভিউ দিতে যাওয়ার সময় নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে দুর্ঘটনায় গুরুতর জখম হন বাবা ও ছেলে। দু’জনকেই নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই এদিন সকালে মৃত্যু হয়েছে ছেলের। মৃতের নাম সশমিত কুণ্ডু (২৩)। তাঁর বাড়ি হাওড়ার দক্ষিণ বাকসাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিস। 


    জানা গিয়েছে, দক্ষিণ বাকসাড়ার পোলেনপাড়ার বাসিন্দা সশমিত গত বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ বাবার সঙ্গে বাইকে চেপে কলকাতার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এমবিএতে ভর্তির জন্য ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেখানে। বাইকের পিছনের সিটে বসেছিলেন বাবা সুব্রত কুণ্ডু। কোনা এক্সপ্রেসওয়ে ধরে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে ওঠার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। ছিটকে পড়েন দু’জন। সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় তাঁদের আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে এমআইসিইউতে চিকিৎসা চলছিল বাবা ও ছেলের। এদিন সকালে সশমিতের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের পাশাপাশি ওই যুবকের হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল। বাবা সুব্রত কুণ্ডুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমেছে। পুলিস জানিয়েছে, কোনও লরির বা গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছিল কি না, তা জানার জন্য সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। দেখা যায়, বাইকটি তীব্র গতিতে যাচ্ছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটেছে। এমনকী চালকের মাথায় হেলমেট ছিল না বলেও জানিয়েছে পুলিস। 
  • Link to this news (বর্তমান)