নিজস্ব প্রতিনিধি, বরানগর: শুক্রবার পানিহাটি উৎসব ও বইমেলা, দমদম মেলা ও দমদম বইমেলার উদ্বোধন হল। অর্জুনপুর খেলার মাঠে শুরু হওয়া দমদম মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। দমদম ইন্দিরা ময়দানে শুরু হওয়া বই মেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। পানিহাটি পুরসভার অমরাবতী মাঠে শুরু হওয়া পানিহাটি উৎসব ও বইমেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এদিন তিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও স্থানীয় পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলাররা উপস্থিত ছিলেন।