সিপিএমের প্রয়াত নেতার নামে পার্ক সৌজন্যের নজির উত্তর বারাকপুর পুরসভার
বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সৌজন্যের নজির তৈরি করল উত্তর বারাকপুর পুরসভা। ১৮ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রাক্তন বিধায়ক প্রয়াত যামিনীভূষণ সাহার নামে একটি পার্কের নামকরণ করল পুর কর্তৃপক্ষ। তৃণমূল পরিচালিত পুরবোর্ড এই কাজ করায় রাজনৈতিক মহল চমৎকৃত। বিরোধী দলের এক নেতাকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে পুরসভা সৌজন্যের নজির তৈরি করল বলে মত অনেকের।
ইছাপুরের নবাবগঞ্জে শুক্রবার পার্কের উদ্বোধন হয়। সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে শিশুদের খেলার পার্ক তৈরি হয়েছে। দোলনা ইত্যাদি খেলনা রয়েছে। পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ
বলেন, ‘যামিনীভূষণ সাহা সিপিএমের দীর্ঘদিনের জনপ্রতিনিধি। তাঁর নামে পার্ক তৈরি করে সম্মান জানালাম। এক অনন্য নজির সৃষ্টি করা হল। যা একমাত্র করতে পারে তৃণমূল কংগ্রেসই। সিপিএমের কাছ থেকে এই ধরনের সৌজন্য আমরা অতীতে কখনও দেখিনি। অন্যকে সম্মান দিলে নিজে সম্মানিত হওয়া যায়।’ প্রসঙ্গত,
এর আগে নৈহাটির সিপিএম বিধায়ক প্রয়াত গোপাল বসুর নামে হকার মার্কেটের নামকরণ করেছিল নৈহাটি পুরসভা। -নিজস্ব চিত্র