সংবাদদাতা, বসিরহাট: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার আগেই গ্রেপ্তার ছয় বাংলাদেশি। বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগেই তারালি ও আমুদিয়া সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদের সময় তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র না থাকায় জওয়ানরা স্বরূপনগর থানার পুলিসের হাতে এই ছ’জনকে তুলে দেন। পুলিস তাদের গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। আবার ফেরার সময়ও তারা অবৈধ উপায় অবলম্বন করেছিল। ধৃতদের নাম ইব্রাহিম মোল্লা, রীমা খাতুন, রেশমা
খাতুন, মহম্মদ সজীব ফকির, জয় ঢালি এবং সবুজ মালো। এর মধ্যে ইব্রাহিম, রীমা এবং রেশমা থাকে বাংলাদেশের নড়াইল জেলায়। তাদের আমুদিয়া সীমান্তে পাকড়াও করা হয়। সজীব ও জয়ের বাড়ি গোপালগঞ্জে এবং সবুজ থাকে মাদারিপুর জেলায়।