• পুলিস কর্মীদের সম্পত্তির হিসেব জমা পড়বে অনলাইন পোর্টালে
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিস কর্মীদের জমা পড়া অ্যাসেট ডিক্লারেশনের নথি হারিয়ে যাচ্ছে বহু ক্ষেত্রে। এমনকী এই সংক্রান্ত তথ্যও বাইরে চলে যাচ্ছে। এই সমস্যা মোকাবিলায় অ্যাসেট ডিক্লারেশন সিস্টেম অনলাইন করছে রাজ্য পুলিস। আগামী বছরের শুরু থেকে তা চালু হবে বলে জানা গিয়েছে।


    পুলিস কর্মীদের সম্পত্তির হিসেব প্রতিবছর জমা দিতে হয় পুলিস ডিরেক্টরেটে। তার ভিত্তিতে শীর্ষকর্তারা খতিয়ে দেখেন, কোন কর্মীর সম্পত্তি অস্বাভাবিকভাবে বেড়েছে। অসামঞ্জস্যপূর্ণ কিছু নজরে এলে তার ভিত্তিতে অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়। কিন্তু এই লিস্ট জমা পড়ার পর কোনও এক অদৃশ্য কারণে তা খুঁজে পাওয়া যাচ্ছিল না। যে কারণে সমস্যা তৈরি হচ্ছিল। সেই জন্য রাজ্য পুলিসের শীর্ষকর্তারা সিদ্ধান্ত নেন, পুরো প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক করে দেওয়া হবে। তারপরই লিখিত নির্দেশিকা জারি করে বলা হয়েছে নির্দিষ্ট পোর্টালে সমস্ত তথ্য জমা করতে হবে। এর ফলে সহজেই এক ক্লিকে যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন কর্তারা।
  • Link to this news (বর্তমান)