থানার অদূরে দু’টি দোকানে কয়েক লক্ষ টাকা চুরি, ক্ষোভ
বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার রাতে নাগেরবাজার থানার অদূরে পাশাপাশি দু’টি রংয়ের দোকানে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীরা দু’টি দোকানের আলমারি, লকার ও ক্যাশবাক্স ভেঙে প্রায় ছ’লক্ষ টাকা চুরি করে চম্পট দেয়।
গত কয়েক দিন ধরে নাগেরবাজার থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সম্প্রতি এক প্রোমোটারের নির্মীয়মাণ আবাসন থেকে লক্ষাধিক টাকার রড চুরির অভিযোগকে ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমদম রোডে মতিঝিল সায়েন্স কলেজ লাগোয়া পরপর দু’টি রংয়ের দোকান রয়েছে। অন্যান্য দিনের মতো ব্যবসায়ীরা বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। শুক্রবার সকালে এসে দেখেন ক্যাশ বাক্স, আলমারি ও লকার ভাঙা। সেখানে থাকা সমস্ত টাকা খোয়া গিয়েছে। দুষ্কৃতীরা শম্ভুরতন দাসের চিলেকোঠার জানালা ভেঙে ঢোকে। এরপর একটি দরজা ভেঙে মোটা স্টিলের আলমারি ও লকার ভাঙে। এরপর ক্যাশবাক্স ভেঙে টাকা চুরি করে। পাশের রাজীব দাসের চিলেকোঠার দরজা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢুকেছিল। সিসি ক্যামেরায় এক দুষ্কৃতীর ছবিও দেখা গিয়েছে। শম্ভুরতনবাবু বলেন, শুক্রবার কোম্পানিকে টাকা পেমেন্ট করার কথা ছিল। তাই দোকানে সাড়ে পাঁচ লক্ষ টাকা ছিল। দুষ্কৃতীরা সব টাকা নিয়ে গিয়েছে। রাজীব দাস বলেন, অনুষ্ঠান বাড়ির জন্য আমি রাতে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। পরে রাত ১টা নাগাদ দোকানের বাইরে এসে প্রণাম করে গিয়েছি। আজ সকালে এসে দেখি, আলমারি, ক্যাশবাক্স ভাঙা। নগদ ৫০ হাজার টাকা চুরি গিয়েছে। পুলিস জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।