• বেলেঘাটা আইডি থেকে উদ্ধার খুলি
    বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাসপাতালের ভিতরেই পড়ে রয়েছে খুলি, হাড়-গোড়। শুক্রবার ভরদুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবর যায় বেলেঘাটা থানায়। ঘটনাস্থল থেকে খুলি, হাড় উদ্ধার করে নিয়ে যায় পুলিস। সেসব ময়নাতদন্ত করা হবে বলে পুলিস সূত্রে খবর। হাড়গুলি কতদিনের পুরনো, তা খতিয়ে দেখা হবে। হাসপাতাল সূত্রে খবর, যেখান থেকে খুলি উদ্ধার হয়েছে, সেখানে হাসপাতালের পুরনো মর্গ ছিল। সেই মর্গ নতুন করে বানানোর কাজ চলছে। সেখান থেকেই খুলি ও হাড় বের করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনার তদন্ত করছে পুলিস। 
  • Link to this news (বর্তমান)