সংবাদদাতা, উলুবেড়িয়া: পেট্রলিয়াম ও এলপিজির পাইপলাইন মেরামতের সময় হঠাৎ আগুন ধরে গেলে কীভাবে তার মোকাবিলা করতে হবে, শুক্রবার তারই মহড়া হয়ে গেল বাগনানে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, মৌড়ীগ্রাম এর আয়োজন করেছিল বাগনান থানার হিজলকে। মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।