• ৭ মিনিট অন্তর চলবে মেট্রো, সব ট্রেনই দক্ষিণেশ্বর থেকে
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: একেই একটির পরে আর একটি মেট্রোর মধ্যে সময়ের ফারাক কলকাতায় বেশি বলেই অভিযোগ। কাজের দিনে ব্যস্ত সময়ে সে ফারাকে নাস্তানাবুদ হতে হওয়াই পরিচিত ছবি। সোমবার থেকে সেই সময়ের ফারাক কমার বদলে আরও বাড়তে চ‍লেছে! সে দিন থেকে ব্লু–লাইনের সূচিতে বড় বদলের ঘোষণা করেছে মেট্রো।

    অফিস টাইমে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত এতদিন ৬ মিনিট অন্তর ট্রেন পেতেন যাত্রীরা। সোমবার থেকে পাবেন ৭ মিনিট অন্তর। আবার ওই দিন থেকে কবি সুভাষের দিকে আসার সব ক’টি ট্রেনই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। আপাতত পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু হচ্ছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

    সেই সঙ্গেই মেট্রো জানিয়েছে, এ বার থেকে দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে সকাল ৭টার পরিবর্তে ৬টা ৫৫–য় ছাড়বে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত একটি নতুন ট্রেন চালু হচ্ছে। সেটি ছাড়বে সকাল ৬টা ৫০–এ। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রোর টাইম (সকাল ৬টা ৫৫) বদলাচ্ছে না।

    মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রোর টাইমেও পরিবর্তন হচ্ছে না। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় রাত ৯টা ২৮–এর বদলে হবে ৯টা ৩৩। কিন্তু কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম যাওয়ার রাতের শেষ মেট্রোর সময় থাকছে আগের মতোই, রাত ৯টা ৩০ এবং রাত ৯টা ৪০। সোম থেকে শুক্রবার রাতের বিশেষ মেট্রো কবি সুভাষ থেকে দমদম পর্যন্তই চলবে।

    রবিবারে দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত নতুন যে পরিষেবা চালু হচ্ছে, সেটি রবিবার চ‍লবে সকাল ৯টা থেকে। রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রো এবং শেষ মেট্রোর সময় একই থাকছে।

  • Link to this news (এই সময়)