• মেঘলা আকাশে ফের বৃষ্টির বার্তা দক্ষিণবঙ্গে
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: বঙ্গোসাগরে তৈরি ওয়েদার সিস্টেম সপ্তাহের শেষ দিকে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণ হবে— এমনটাই পূর্বাভাস দিয়েছিলেন আবহবিদরা। শুক্রবার বিকেলের দিক থেকেই রাজ্যের দক্ষিণের জেলাগুলোয় মেঘ জমার বহর দেখে সেই পূর্বাভাসের বাস্তবে পরিণত হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল।

    তার কিছুক্ষণ পরেই এল হাওয়া অফিসের রিপোর্ট — পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু অংশে ঘণ্টাখানের মধ্যেই বৃষ্টি শুরু হতে চলেছে। পূর্ব কলকাতার বাইপাস সংলগ্ন এলাকাতেও রাত ৯টা নাগাদ বৃষ্টি শুরু হয়।

    শুক্রবার সকালে মৌসম ভবনের কৃত্রিম উপগ্রহের ক্যামেরা যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে বঙ্গোপসাগরে তৈরি সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। একই সঙ্গে সেই গভীর নিম্নচাপ উত্তর–পূর্ব দিকে মুখ ঘুরিয়ে আপাতত ওডিশার দিকে এগোতে শুরু করেছে। আবহবিদরা মনে করছেন, আজ শনিবার এবং আগামীকাল রবিবার কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ও পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব বেশি।

    এই প্রসঙ্গে আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা বলেন, ‘রবিবার বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে, রোদ উঠবে না। পুরো সময়টায় অস্বস্তিকর একটা স্যাঁতসেঁতে আবহাওয়া বজায় থাকবে।’

    একই সময়ে দেশের উত্তর–পশ্চিমে একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে ওই দিক থেকে ঠান্ডা হাওয়ার প্রবেশেও বাধা পড়বে। বড়দিনে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির সম্ভাবনা কম। তবে ওই ঝঞ্ঝার জন্যই বড়দিনে হাড়–কাঁপানো ঠান্ডার সম্ভাবনাও খুব বেশি থাকবে না বলেই মনে করা হচ্ছে। মোটের উপর হালকা শীতের অনুভূতিতেই এ বারের বড়দিন কাটবে বলে আপাতত মনে করছেন আবহবিদরা। যদিও ইংরেজি নববর্ষে নতুন করে ঠান্ডা পড়ার ব্যাপারে আশাবাদী আবহাওয়া বিশেষজ্ঞরা।

  • Link to this news (এই সময়)