• কেশপুরে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত একাধিক
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৪
  • কেশপুরের আনন্দপুরে শনিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় বাসটি। বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    জানা গিয়েছে, শনিবার সকালে চন্দ্রকোনা টাউন থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল বাসটি। রাস্তা বৃষ্টি ও কুয়াার জেরে পিচ্ছিল ছিল। আনন্দপুর থানার বুড়া পাট পাঁচখুড়ি এলাকায় বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারেন। জানা গিয়েছে, বাসে জনা তিরিশ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর বাসযাত্রীদের উদ্ধারের জন্য এগিয়ে আসেন স্থানীয়রা। বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কেউ গুরুতর জখম হননি বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

    দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যানজট ছিল ওই রাস্তায়। পরে রাস্তার উপর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে। তার পরে যানজট কাটে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতা কম ছিল। শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা। একাধিক জেলায় বৃষ্টিপাত হচ্ছে। পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাত হয়। বৃষ্টি এবং কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান। তবে বাসটির গতি কত ছিল? তাও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ওই লরিটিও। লরিটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কে রয়েছেন দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা।

  • Link to this news (এই সময়)