আজকাল ওয়েবডেস্ক : সকাল থেকেই আকাশের মুখ ভার। রাত থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। কখনও জোরে আবার কখনও হাল্কা। শহর কলকাতার পাশাপাশি গোটা রাজ্যের বিভিন্ন অংশে দিনভর বৃষ্টি হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল হাওয়া অফিস। হালকা বৃষ্টি চলছে কলকাতা, হাওড়া ,হুগলি উত্তর- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল কুয়াশার সতর্কতা। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা।
উত্তরবঙ্গে শনিবার হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। তুষারপাত হবে, দার্জিলিঙে উঁচু পার্বত্য এলাকায়। হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সহ-সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে হালকা; কোথাও খুব হালকা।
কলকাতায় ঢুকছে জলীয় বাষ্প। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। আজ ও কাল মেঘলা আকাশ; হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সামান্য হলেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। কলকাতার শীতে সাময়িক ধাক্কা। রাতের তাপমাত্রা এক থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে। শহরে শীতের আমেজ আরো কমবে। আগামী সপ্তাহ থেকে ফের নামবে পারদ। বড়দিনে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত থাকবে না।
সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় এর অবস্থান রয়েছে। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।