একদিন নিখোঁজ থাকার পর জলঙ্গিতে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য
বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, জলঙ্গি: একদিন নিখোঁজ থাকার পর অবশেষে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের জলঙ্গিতে। মৃতের নাম শেখ হান্নান (৪৫)। তাঁর বাড়ি জলঙ্গির দক্ষিণপাড়ায়।
আজ, শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাচার উপর তাঁর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার পুলিস। তাঁরা দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পঠিয়েছে। পুলিস ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস জানিয়েছে, কী ভাবে হান্নানের মত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মৃতের পরিবারের দাবি, হান্নানকে খুন করা হয়েছে। হান্নানের দাদা কাসেম শেখ বলেন, “শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে ছিলেন হান্নান। কিন্তু আর ফেরেননি। সকালে স্থানীয় কিছু মানুষ আমাদের খবর দেয়। ভাইকে কেউ খুন করেছে।”