কৃষ্ণনগরে একটি ডাম্পার এবং বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ, জখম ৩০
বর্তমান | ২১ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, কৃষ্ণনগর: ডাম্পার এবং বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে জখম হয়েছেন ৩০ জন যাত্রী। আজ, শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগরের তারা মা মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় জখম হয়েছেন প্রায় ৩০ জন বাসযাত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের অভিমুখে আসছিল। উল্টোদিক থেকে ওই ডাম্পারটি বহরমপুরের দিকে যাচ্ছিল। তারা মা মোড়ের কাছে আসতেই বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের রাস্তায় চলে আসে। এরপরই বাস এবং ডাম্পারটির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন আশপাশের স্থানীয় মানুষজন। জখম যাত্রীদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিস। ইতিমধ্যেই তারা গাড়ি দুটিকে আটক করেছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।