• আম্বেদকরকে অপমান, মিছিলের ডাক মুখ্যমন্ত্রী মমতার
    দৈনিক স্টেটসম্যান | ২১ ডিসেম্বর ২০২৪
  • অমিত শাহের আম্বেদকর নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এই মন্তব্যের বিরোধীতা করে এবার পথে নামছে তৃণমূল। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করলেন। আগামী ২৩ ডিসেম্বর, সোমবার দুপুরে কলকাতা পুরসভার ওয়ার্ড এবং রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে মিছিল করবেন দলের নেতা ও কর্মীরা।

    শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না! এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। সংবিধান-বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে। আসুন, আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’

    সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে যে বক্তব্য রেখেছেন, তাতে সমালোচনার ঝড় থামার কোনও লক্ষণ নেই। সংসদে দাঁড়িয়ে আলাদাভাবে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদরা। বৃহস্পতিবার খ্রিস্টমাস কার্নিভালের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, ‘আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে, তাতে আমি স্তম্ভিত।’ আর শুক্রবার তিনি দলের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে জানিয়ে দিলেন সোমবার দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত মিছিল হবে কলকাতার প্রতিটি ওয়ার্ডে, রাজ্যের প্রতি ব্লকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)