• ২৪৯ টাকা থেকে ঘর ভাড়া পৌষমেলাতেও, বোলপুরের প্রাণকেন্দ্রেই এই ঠিকানা
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৪
  • ৫ বছরের মাথায় আবারও পৌষমেলা শান্তিনিকেতনে। ২০১৯ সালে শান্তিনিকেতনে শেষবার পৌষমেলা হয়েছিল। ইতিমধ্যেই হোটেল, গেস্ট হাউজ়গুলির ভাড়া কোথাও দ্বিগুণ, কোথাও তিনগুণ। তবে এত কিছুর মধ্যেও রয়েছে ভালো খবর। পৌষমেলার দিনগুলিতে ন্যূনতম খরচে থাকতে পারবেন বোলপুরে। মাত্র ২৪৯ টাকায় করতে পারবেন রাত্রিবাস। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রয়েছে এসি, নন এসি রুম।

    মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শান্তিনিকেতনে শুরু হয়েছিল পৌষমেলা। ১৯৬১ সাল থেকে পূর্বপল্লির মাঠে এই মেলা আসে। ২০১৯ সাল পর্যন্ত টানা এখানেই পৌষমেলা হয়। কিন্তু করোনাকাল এবং পরবর্তীতে ২০২১-২২ সালে বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়ে এই মেলা করা যায়নি। এ নিয়ে বিতর্কও কম হয়নি।

    ২০২৩ সালেও শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে মেলা নিয়ে বিতর্ক হয়। বিকল্প মেলা করেছিল জেলা প্রশাসন। সব জট কাটিয়ে ফের পূর্বপল্লির মাঠে শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে এই মেলা হতে চলেছে চলতি বছর। আগামী ২৩ ডিসেম্বর থেকে মেলা শুরু। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। পৌষমেলার ঘোষণা হতেই বোলপুরের হোটেল, হোম স্টেগুলিতে হুহু করে ঢুকছে বুকিং। চাহিদা বুঝে হোটেল মালিকরা দরও হাঁকাচ্ছেন যে যার মতো।

    তবে পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন বোলপুর ইয়ুথ হস্টেলে কিন্তু নামমাত্র ভাড়াতেই থাকার সুযোগ পাবেন পর্যটকরা। বোলপুর ডাক বাংলো মাঠের পাশেই রয়েছে এই ইয়ুথ হস্টেল। পৌষমেলার আবহেও এখানে ভাড়া সাধ্যের মধ্যেই। এসি সিঙ্গল বেডরুম ৬৯৭ টাকা, এসি ডবল বেডরুম ১১৭০ টাকা। এসি ট্রিপল বেডরুম ১৫৩১ টাকা। এসি ফোর বেডরুম ১৮৯২ টাকা। এসি এইট বেডরুম ৩২২৪ টাকা। ভিআইপি রুম ২৮৫০ টাকা।

    নন এসিতে থাকতে চাইলে খরচ আরও কিছুটা কম পড়বে। নন এসি ডবল বেড রুম ৮৩৪ টাকা ভাড়া, নন এসি থ্রি বেড রুম ১০৮৩ টাকা। নন এসি ফোর বেডরুম ১২২০ টাকা। এ ছাড়াও রয়েছে ডরমেটরিতে বেড বুকিংয়ের সুবিধা। ২৪৯ টাকায় পাবেন বেড। কী ভাবে বুকিং করবেন? ইয়ুথ হস্টেলের রুম বুকিং করতে ভিজ়িট করুন ওয়েবসাইট www.youthhostelbooking.wb.gov.in। এছাড়াও স্পট বুকিং করতে পারবেন মৌলালির স্টেট ইউথ সেন্টারে গিয়ে।

  • Link to this news (এই সময়)