• বিমানবন্দরের অনুষ্ঠানে ‘ব্রাত্য’ মমতা, বিতর্ক
    আনন্দবাজার | ২১ ডিসেম্বর ২০২৪
  • কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠান হবে আজ, শনিবার। কিন্তু সেই অনুষ্ঠানের কার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের অবশ্য দাবি, অনুষ্ঠানের জন্য নবান্নে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব মনোজ পন্থের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। যদিও নবান্ন সূত্রে দাবি, সেই আমন্ত্রণও এসেছে অনেক দেরিতে। অনুষ্ঠানের হোর্ডিংয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কেন্দ্রীয় মন্ত্রীদেরই ছবি রয়েছে। অনুষ্ঠান-সূচির খসড়ায় মমতার নাম ও বক্তব্য রাখার সময়ের উল্লেখ নেই বলেও দাবি। তৃণমূলের দাবি, এই ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। পাল্টা বিজেপির বক্তব্য, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এই দৃষ্টান্ত দেখিয়েছে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসই।

  • Link to this news (আনন্দবাজার)