• বড়মার মন্দিরে পুজো দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ, গ্রেপ্তার ‘শুটিং চ্যাম্পিয়ন’-এর বাবা
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৪
  • বড়মার মন্দিরে সরাসরি পুজো দেওয়ার লোভ দেখিয়ে ভক্তদের আর্থিকভাবে প্রতারিত করার অভিযোগ, ধৃত ১। দেশে, বিদেশে নৈহাটির বড়মার লক্ষ লক্ষ ভক্ত। দূরে থেকেও যাতে ভক্তরা সরাসরি বড়মাকে পুজো দিতে পারেন সেই জন্য একটি অ্যাপ চালু করা হয়েছিল মন্দির কমিটির পক্ষ থেকে। অভিযোগ, সেই সুযোগ নিয়েই বড়মায়ের নাম ও ছবি দিয়ে একটি ভুয়ো ওয়েবসাইট খুলে ভক্তদের থেকে টাকা নেওয়া হচ্ছিল। ঘটনায় শনিবার রিষড়া থেকে সুরজিৎ কুণ্ডু নামে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির থেকে একটি ল্যাপটপ এবং একটি ব্যাঙ্কের পাসবই উদ্ধার করা হয়েছে।

    অভিযোগ, ভুয়ো ওয়েবসাইট তৈরি করে এবং ভুয়ো বিল বানিয়ে বড়মার ভক্তদের থেকে টাকা নিচ্ছিল সুরজিৎ। পুজো দেওয়া থেকে শুরু করে বড়মার মন্দিরে যজ্ঞের নামে তোলা হচ্ছিল টাকা। বিষয়টি নজরে এসেছিল বড়মা পুজো কমিটি ট্রাস্টের। তারাই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছিল। তদন্তে নেমে পুলিশ সুরজিৎ কুণ্ডুকে গ্রেপ্তার করেছে।

    এই ঘটনায় নৈহাটি পুরসভার চেয়ারম্যান তথা বড়মা পুজো কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় জানান, বিষয়টি নজরে আসার পর পুলিশকে জানানো হয়েছিল। তার ভিত্তিতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, যে গ্রেপ্তার হয়েছে তার মেয়ে আন্তর্জাতিক স্তরের শুটিং প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন। এই ধরনের এক যোগ্য মেয়ের বাবা ঠাকুরের নামে প্রতারণা করছিল, তা ভেবেই অবাক হচ্ছেন অনেকেই। এই প্রতারণা চক্রের নেপথ্যে আর কেউ রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য পূর্ণাঙ্গ পুলিশি তদন্তের আবেদন করেছেন অশোক চট্টোপাধ্যায়।

    মন্দির কমিটির পক্ষ থেকে সতর্ক করা হয়, শুধুমাত্র বড়মা মন্দির কমিটির চালু করা নির্দিষ্ট অ্যাপেই মন্দিরে পুজো দেওয়া সম্ভব। আর কোনওভাবেই তা দেওয়া যায় না।

  • Link to this news (এই সময়)