• হোটেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, আটক ‘বান্ধবী’, মন্দারমণিতে রহস্যমৃত্যু তৃণমূল নেতার
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৪
  • মন্দারমণির হোটেল থেকে তৃণমূলের এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম আবুল নাসার (৩৪)। মৃত যুবকের স্ত্রী আমডাঙার আদাহাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলে জানা গিয়েছে। ঘটনায় এক যুবক ও যুবতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

    শনিবার সকালে মন্দারমণির একটি হোটেল রুম থেকে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় আবুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার আবুল এক বন্ধুর সঙ্গে মন্দামণি বেড়াতে এসেছিলেন। এ দিন ওই হোটেলে আবুলের পরিচিত দুই মহিলাও উঠেছিলেন। শুক্রবার এক মহিলা অসুস্থতার কারণে বাড়ি ফিরে গেলেও হোটেলে থেকে যান অন্য মহিলা। রাতে দু’জন এক রুমে ছিলেন। একসঙ্গে মদ্যপান করেন বলেও জানা গিয়েছে। পরে ওই মহিলাই আবুলকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

    কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শুভেন্দ্র কুমার বলেন, ‘এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একজন যুবক ও এক তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে এই ঘটনার পেছনে। তাই তদন্ত শেষের আগে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়।’

    ঘটনার খবর পেয়ে কাঁথি হাসপাতালে পৌঁছন মৃতের বন্ধু ও পরিচিতরা। আবুলের বন্ধু ফজদুর রহমান বলেন, ‘কেন কী ভাবে ওঁর মৃত্যু হল বুঝতে পারছি না। ওঁকে ব্যবসার কারণে প্রায়শই বাইরে থাকতে হয়। ব্যবসার কাজে মন্দারমণি আসছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন।’ প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে লাবণী দাস নামে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছিল মন্দারমণি সমুদ্র সৈকত থেকে। রাজ্যের অন্যতম জনবহুল পর্যটন কেন্দ্রে বারবার রহস্যজনক মৃত্যুর ঘটনায় পর্যটকদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • Link to this news (এই সময়)