আজকাল ওয়েবডেস্ক: মন্দারমনিতে হোটেলের রুম থেকে এক তৃণমূল নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটনকেন্দ্রে। মৃত ব্যক্তির নাম আবুল নাসার। বয়স ৩৫ বছর। শনিবার হোটেলের ঘরের কাঁচ ভেঙে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের তরফে প্রাথমিক পর্যায়ের অনুমান এটি আত্মহত্যা। তবে পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে আবুলকে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই সব পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে।
বাড়ি উত্তর ২৪ পরগনার আমডাঙা আধাটা গ্রামের বাসিন্দা আবুল। তাঁর স্ত্রী সেখানকার পঞ্চায়েতের উপপ্রধান। আবুল জমিজমা সংক্রান্ত ব্যবসা করতেন। পুলিশ জানিয়েছে, দু'দিন আগে প্রতিবেশী এক যুবক ও দুই মহিলাকে নিয়ে মন্দারমনি এসেছিল আবুল। ঘুরতে আসা এক মহিলার শরীর আচমকা খারাপ হয়ে যাওয়ায় শুক্রবার তিনি বাড়ি ফিরে যান। মন্দারমনি আসার সময় আবুল বাড়িতে বলে এসেছিলেন ব্যবসার কাজে বাইরে যাচ্ছেন। তারপর শনিবার মৃত্যুর ঘটনার খবর দেওয়া হয় পরিবারকে।
মৃত যুবকের পরিবার ইতিমধ্যেই কাঁথি হাসপাতালে এসে পৌঁছেছেন। তাঁর বন্ধু ফইদুল রহমান জানিয়েছেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই খুন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবুল তাঁর ব্যাবসায়ী সঙ্গীর ভাগ্নিকে নিয়ে কেন মন্দারমনি এলেন তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ফইদুল। তবে বারাসতের এই তৃণমূল নেতার দাবি, এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক যোগ নেই। মন্দারমনি থানার পুলিশ ওই মহিলা ও যুবককে আটক করেছে। মহিলার সঙ্গে সম্পর্কের কথাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ।